রক্ত দিয়ে লেখা

ডঃ বি এম মফিজুর রহমান

রক্ত দিয়ে লিখলো যারা নতুন দিনের গান,
জাগিয়ে গেল এ জাতিকে বিলিয়ে নিজের জান।
মৃত্যু যারা জয় করেছে দ্বীনের মশাল হাতে,
স্বয়ং প্রভু থাকেন তাদের মিলন অপেক্ষাতে।
তোমরা তাদের মৃত্যু ভাবো? মস্ত বড় ভুল,
যাদের গন্ধে সুরভি ছড়ায় জান্নাতী সব ফুল।
এই দুনিয়ার কৃত্রিম মায়া চায়নি তাদের মন,
ঘরে ঘরে পৌঁছাবো দ্বীন এইতো ছিলো পন।
স্রষ্টা প্রেমের পরাগরেণু বুকের ভেতর বয়ে,
ঘাত-প্রতিঘাত হাসি মুখে গেলেন তারা সয়ে।
ভিজিয়ে ঈমান বৃক্ষ গোড়া রুধির স্রোতধারা,
ঊর্বর জমিন দিলো উপহার এই জাতিকে কারা?
সেই আমানত কর হেফাজাত সর্বশক্তি নিয়ে,
বিজয় নিশান উড়াও এবার তোমাদের হাত দিয়ে

By মুহাম্মাদ শহিদুল ইসলাম Posted in কবিতা

Leave a comment